বগুড়ায় মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

- আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় মাদক ও অস্ত্রসহ রিপন মিয়া নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা
গ্রেফতার রিপন বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হটিলাপুর পানাতাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মফসের প্রামাণিকের ছেলে এবং ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা।জানা গেছে, মঙ্গলবার (১ এপ্রিল) বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হটিলাপুর পানাতাপাড়া এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনগণ তাকে আটক করে। পরে মানিকচক এলাকার জনসাধারণ পুলিশের কাছে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রিপন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ২২ ইঞ্চি ছোরা এবং এক বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়।
ফাঁড়ির এসআই আব্দুর রহমান জানান, রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছে পাওয়া মাদক ও অস্ত্রের জব্দ তালিকা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।