এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান  বগুড়ার তথাকথিত ‘মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু বাগমারায় ছুরিকাঘাত ও গনপিটুনিতে নিহত-২  আহত ৬ পুলিশ সদস্য  আমতলী তে স্ত্রী কে কুপিয়ে হাত কর্তন করলো স্বামী। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভুটানের প্রধানমন্ত্রী বৈঠক আগামী পরশু রাম নবমীতে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মমতার  নিষিদ্ধ ঘো‌ষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ঈদ আনন্দেও অবহেলিত নয় মা ও শিশু স্বাস্থ্য: বটিয়াঘাটায় বিশেষ সেবা প্রদান শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র সহযোগী সন্ত্রাসীদের অস্ত্র-গোলাবারুদ, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ টাকাসহ গ্রেফতার জয়পুরহাটের টাউন হলটি যেন ভুতুড়ে বাড়ি

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় র্যাবের অভিযানে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ওই আসামির নাম মেহেদি হাসান শাওন (৪১)। তিনি মানিকচক এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
মঙ্গলবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে মঙ্গলবার বেলা ১১ টায় সদরের কুটুরবাড়ী এলাকার মুরগি ব্যবসায়ী সেলিম মিয়ার উপর হামলায় জড়িত সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
এর আগে গত ২০ সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মুরগি ব্যবসায়ী সেলিমের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শাওনসহ তার দলবল। সেলিম কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মো. গিয়াস উদ্দিনের ছেলে। ওই দিন রাত সাড়ে ১০টায় সেলিমের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এতে সেলিম গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সেলিমের বাবা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় শাওনসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত ওই ব্যবসায়ীর বাবা মামলা দায়ের করার পর র্যাবের টিম আসামিকে ধরতে অভিযানে নামে। মঙ্গলবার ভোর ৬ টার দিকে আসামি শাওনকে বগুড়া সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁর নামে মোট ৯ টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৪টি, মাদক মামলা ২টি, হত্যা চেষ্টা মামলা ২টি এবং ১টি চুরির মামলা চলমান রয়েছে।
র্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় র্যাবের অভিযানে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ওই আসামির নাম মেহেদি হাসান শাওন (৪১)। তিনি মানিকচক এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
মঙ্গলবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে মঙ্গলবার বেলা ১১ টায় সদরের কুটুরবাড়ী এলাকার মুরগি ব্যবসায়ী সেলিম মিয়ার উপর হামলায় জড়িত সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
এর আগে গত ২০ সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মুরগি ব্যবসায়ী সেলিমের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শাওনসহ তার দলবল। সেলিম কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মো. গিয়াস উদ্দিনের ছেলে। ওই দিন রাত সাড়ে ১০টায় সেলিমের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এতে সেলিম গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সেলিমের বাবা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় শাওনসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত ওই ব্যবসায়ীর বাবা মামলা দায়ের করার পর র্যাবের টিম আসামিকে ধরতে অভিযানে নামে। মঙ্গলবার ভোর ৬ টার দিকে আসামি শাওনকে বগুড়া সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁর নামে মোট ৯ টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৪টি, মাদক মামলা ২টি, হত্যা চেষ্টা মামলা ২টি এবং ১টি চুরির মামলা চলমান রয়েছে।
র্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন