বগুড়ায় পুনক কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনক) এর আয়োজনে শীতার্ত, দুঃস্হ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
২১ জানুয়ারি (শনিবার) দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়া’র আয়োজনে পুনাক মছিরউদ্দীন মঞ্চ, বগুড়ায় শীতার্ত, দুঃস্থ প্রতিবন্ধী ও বৃদ্ধ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার ও উপদেষ্টা জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তিনি তার বক্তব্যে বলেন,
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। পুনাক বগুড়া এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সমাজের বিত্তবান মানুষকে সুবিধা বঞ্চিত ও অসহায় শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহব্বান জানান।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ, পুনাক বগুড়া এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।