বগুড়ায় গণমিছিল ও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা!!
- আপডেট সময় : ০৭:৪৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মিরু হাসান
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আগামী ২৪ডিসেম্বর গণমিছিল ও ১লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় প্রস্তুতি সভা করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। প্রস্তুতি সভায় জেলা ছাত্রদলের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, আগামী ২৪ডিসেম্বর বগুড়ায় গণমিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুল্লাহ্ আমান।