বগুড়ায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্যা গ্রেফতার

- আপডেট সময় : ০৮:২৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

শাহজাহান আলী বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ৷
০৮ নভেম্বর (শুক্রবার) বিকালে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সাত সদস্য হলো- বগুড়া সদর ইউনিয়নের গোকুল উত্তরপাড়া গ্রামের মোঃ জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মোঃ মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মোঃ মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার মোঃ জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মোঃ মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার মোঃরিমন এবং মহাস্থান প্রতাব রাজু এলাকার মোঃ রহমত আলী স্বপ্ন৷ রাত পৌণে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টে উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে একটি সিএনজি তল্লাশি করেব কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি এবং ৮৯০ টাকা উদ্ধার করা হয়৷
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।