বগুড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ১১:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন,বগুড়া শহর খাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবি আদায় লক্ষ্যে আলোচনা সভা ও র্যালি করা হয়েছে।
০৫ অক্টোবর(শনিবার) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য করা হয়।
বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি নাসির উদ্দীন। তিনি বক্তব্যে বলেন,অবিলম্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হব।সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৈশম্য রয়েছে।এই সকল বৈষম্য দূর করতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ইসলামী শিক্ষাকে আবশ্যক বিষয় সমূহের অন্তর ভূক্ত করতে হবে। এবতেদায়ী মাদ্রাসা গুলিকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সরকারি করণ করতে হবে।নন এমপিও শিক্ষকদের অবিলম্বে এমপিও ভূক্ত করণসহ পূর্ণ উৎসব ভাতা প্রদান করতে হবে। ৪০℅ বাড়ি ভাড়া দিতে দিতে হবে। তিনি আরো বলেন,অতীতের আওয়ামীলীগ সরকার শিক্ষকদের ন্যায্য দাবি পূর্ণ করেননি।কাজেই অন্তর্বর্ত্তীকসলীন সরকারের নিকট আমাদের ন্যায্য দাবি যেন বাস্তবায়ন করাত জোর দাবি করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাক্ষ আব্দুল ওহাব,সাধারণত সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাদ্রাসা শিক্ষক পরিষদের বগুড়া শাখার সাধারণ সম্পাদক ডঃ আবু সালেহি মামুন,অধ্যাপক মাওলানা আমানুর ইসলাম,মাধ্যমিক শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম,এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল মামুন, আব্দুল হালিম,তোফাজ্জল হোসেন,রুহুল আমিন,মাওলানা মাসুদুর রহমান, রবিউল ইসলাম সাজু,মামুনুর রশিদসহ বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দ।