ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সাথে ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৪নভেম্বর সোমবার বিকাল ৫টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার। বক্তব্য রাখেন ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মুকুল, সাংবাদিক এ টি এম রবিউল করিম, সাংবাদিক কামরুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন , আরজেএফ এর কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও দা সাউথ এশিয়ান টাইমস পত্রিকার স্টাফ করেসপন্ডেট মোঃ সেকান্দর আলী।