ফরিদপুরে বিশ্ব এইডস দিবস উদযাপন

- আপডেট সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে

সুলতানা আক্তার
ফরিদপুর জেলা প্রতিনিধ
ফরিদপুরের বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেনারেল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা স্বাস্থ্য বিভাগ ও এনজিও সমূহের আয়োজনে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.শাহ মোহাম্মদ বরুদ্দোজা, ডা. মৃধা মো: শাহিনুজ্জামান, ডা. এ কে এম আহসানুজ্জামান, এনজিও প্রতিনিধি কাজী আশরাফুল হোসেন, শ্যামল অধিকারী প্রমূখ।
র্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও কর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
সভায় বক্তারা এইডস রোগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তা প্রতিরোধে সর্বস্তরের জনগণের এগিয়ে আসার আহ্বান জানান।