ব্রেকিং নিউজঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
এবিসি নিউজ ডেস্কঃ
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পিআইবি পরিদর্শনে আসেন তিনি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম পিআইবি’তে পৌঁছালে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা ও পিআইবি’র গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সিনিয়র প্রশিক্ষক (চলতি দায়িত্ব) পারভীন সুলতান রাব্বী, প্রশিক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহ আলম, নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞা ও পিআইবি’র কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এবং হিসাব রক্ষক (চলতি দায়িত্ব) মিজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
এরপর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা পিআইবি’র মহাপরিচালকের সাথে মতবিনিময় করেন।