প্রাইভেট কারে মিললো ভারতীয় চিনি ও বিড়ি আটক ২
- আপডেট সময় : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
এবিসি অনলাইন নিউজ ডেস্কঃ
সিলেটের বিয়ানীবাজারে যাত্রীর বদলে প্রাইভেটকারে বহন করা ভারতীয় চিনি ও নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চারখাই বাজারে স্থানীয় জনতা চোরাচালানের মালামাল বহন করা প্রাইভেটকারসহ দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।
চিনি ও বিড়ি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, এই ঘটনায় প্রাইভেটকার চালক ও একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৪৩) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে ফাহিম আহমদ (২০)।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ বস্তা ভারতীয় চিনি ও ২ হাজাদ ১’শ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে চোরাচালানের পন্যসহ দুজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।