প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন হয়নি
- আপডেট সময় : ০৮:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বি.সরকার, পাইকগাছা খুলনা প্রতিনিধি।।
প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন হয়নি! তাই শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুরে পাইকগাছা আদালত সন্নিকটে তিন রাস্তা মোড়ে অবরোধ করে বিভিন্ন শ্লোগান সহ বক্তব্য দিতে থাকে। বক্তব্যে শিক্ষার্থী ঝতু, অর্পিতা, চাহাত, এশা, সাহাবা জানান, গত বুধবার সকাল ১০ টায় দু’শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিলে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপস্থিত হয়ে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের পদত্যগ করবেন বলে আশ্বাস দেন। ফলে সকল শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। কিন্তু প্রধান শিক্ষিকা অদ্যাবধি পদত্যাগ না করায় শিক্ষার্থীরা আবারও অবরোধ করছে। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ৭ মে ‘২৪ তারিখে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে বেতন নিতে। আর চলে যাওয়ার সময় শিক্ষকসহ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেন না বা পাইনা। তাই আমাদের দাবী পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে আজকের মত কর্মসূচি স্থগিত করে আগামীদিন ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টা হতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থগিতকৃত কর্মসূচি পালন করা হবে এবং দাবী পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলন চলাকালীন সময় পাইকগাছা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে আন্দোলনকারীদের আশে পাশে অবস্থান করছিলেন।