প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ।
- আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে
যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ!
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারাল বাংলাদেশের যুবারা। রোববার ২৮৩ রানের লক্ষ্যে ২৪.৫ ওভারে স্রেফ ৮৭ রানে গুটিয়ে গেল স্বাগতিক দল।
২০২৩ এশিয়া কাপে সাফল্য পায়নি বাংলাদেশ। বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। সিনিয়ররা ব্যর্থ হলেও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সাফল্য পেলো জুনিয়র টাইগাররা। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো মাহফুজুর রহমান রাব্বীর দল। ছেলেদের এশিয়া কাপে যে কোনো পর্যায়ে বাংলাদেশের পাওয়া প্রথম সাফল্য এটি।
দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৮২ রান তোলে বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৮৭ রানে অলআউট করে দেয় মারুফ মৃধা এবং রোহানতদৌল্লা বর্ষণরা।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত। আরিয়ানশ শর্মা এবং আকশত রাইকে ফিরিয়ে বোলিংয়ে দাপুটে শুরু করেন মারুফ মৃধা। বাংলাদেশের বাঁ হাতি এই পেসারের শিকার হওয়ার আগে আরিয়ানশ ৯ এবং আকশত ১১ রান করেন। দলীয় ২৮ রানে দুই উইকেট হারায় ইউএই। এরপর টানা তিনটি উইকেট নেন রোহানতদৌল্লা বর্ষণ।
দলীয় ৩৫ রানে তৃতীয় উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। ওয়ানডাউন ব্যাটার তানিশ সুরিকে ৬ রানে প্যাভিলিয়নে ফেরান বর্ষণ। ৯.৩ ওভারে ফিরে ইথান ডি’সুজাকে (৪) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এই বাংলাদেশি পেসার। ১১.৬ ওভারে আরব আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খানকে ৫ রানে ফেরান বর্ষণ। ৬ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার। তিনটি উইকেট পান মারুফ মৃধাও। ৭ ওভারে ২৯ রান খরচ করেন আসরের যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ (১০) উইকেট শিকারী এই বাঁহাতি পেসার। দুটি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন এবং শেখ পারভেজ জীবন। আরব আমিরাতের ইনিংসে সর্বোচ্চ ২৫ রান করেন চারে নামা ধ্রুব পারাশার। ৪০ বলের অপরাজিত ইনিংসটিতে দুটি বাউন্ডারি হাঁকান এই ডান হাতি ব্যাটার। ধ্রুব এবং ওপেনার আকশত বাদে আর কেউই ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ডাক রয়েছে দুটি।