প্রকাশেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী “আরিফ পাঠানের” মররমা মাদক ব্যাবসা
- আপডেট সময় : ০২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
কে এই আরিফ পাঠান? জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ সরদ উপজেলার চৌধুরীপাড়া, কৃষ্ণগোবিন্দপুর এলাকার মোঃ আরিফ আলী ওরফে (আরিফ পাঠান) দীর্ঘ বছর থেকে মাদকের রমরমা ব্যাবসা করে জিরো থেকে হিরো হয়ে উঠেছে একাধিক মামলার আসামি ও বর্তমান হিরোইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এই আরিফ পাঠান।
গড়ে তুলেছে বেশ কয়টি আলিসান বাড়ি গাড়ি একাধিক ব্যাংক ব্যালেন্সও। সেসাথে এলাকায় আরও বেশ কয়টি মাদক ব্যাবসায়ীদের নেতৃত্ব দেন এই মাদকের গডফাদার আরিফ পাঠান।
একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া মামলার কপি সূত্রে জানা গেছে, ৩০ গ্রাম হিরোইনসহ বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র হাতে গ্রেফতার হয় আরিফ পাঠান। উল্লেখ্য ১৮/০৪/২০২২, ইং সালে। সদর থানার মামলা নং: ৩৬। বর্তমান চলতি বছরের (৩০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।
তবে আরিফ পাঠান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরেও কোন ক্ষমতার বলে প্রকাশ্যেই আইনকে বৃদ্ধা আংগুলী দেখিয়ে চালাচ্ছে রমরমা মাদক ব্যাবসা এ নিয়ে জনমনে প্রশ্ন কিভাবে সে বাইরে আবার মাদক ব্যাবসা চালিয়েই যাচ্ছে। সে তো কারাগারে থাকার কথা।
এবিষয়ে আরিফ পাঠানের কাছে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন এইসব নিউজ করার দরকার নেই। একবার সাক্ষাতে কথা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। তদন্ত সাপেক্ষে তাকে দ্রুত গ্রেফতার করা হবে।