ব্রেকিং নিউজঃ
পুলিশ সদস্যদের চিকিৎসা সহায়তা দেবে রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি হাসপাতাল
ডেস্ক নিউজ
- আপডেট সময় : ১০:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
ডেস্ক নিউজঃ
আজ ১১ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩০ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজশাহীস্থ ১২টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিগণ।