পাহাড়ি সম্পদ কেটে নিয়ে যাচ্ছে অথচ বান্দরবানের ভন বিভাগ নিরব

- আপডেট সময় : ০৩:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম
বান্দরবান পার্বত্য জেলার টংকবতি উপরের অফিসের আওতাধীন বিভিন্ন পাহাড়ের মাটি ও গাছ কেটে নিয়ে যাচ্ছে পাহাড় খেকো ওমর বাহিনী এতে করে বাসস্থান হারাচ্ছে বন্যপ্রাণী অন্য দিকে হাতী আক্রমণ করছে লোকালয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় টংকবতি ইউনিয়নের বিভিন্ন পাহাড়ের মাটি ও গাছ কেটে নিয়ে যাচ্ছে ওমর বাহিনী।
শিতের শুরু থেকে বিভিন্ন পাহাড়ি সম্পদ কেটে নিয়ে যাচ্ছে ওমর বাহিনী এই বিষয়ে স্থানীয় জনসাধারণের বক্তব্যে বলেন পাবলিক বাগানের পাশাপাশি রিজার্ভ বাগান কেটে নিয়ে যাচ্ছে অথচ ভন বিভাগ নিরব।
এর কারণে বিভিন্ন রাতে দলছুট একদল হাতি পাহাড় থেকে নেমে আসে। আর ঘর বাড়ি ভেঙে দরজা-জানালা ভেঙে প্রবেশ করে ধান-চাল খেয়ে চলে যায়। এর আগেও বহু জমির ফসল ও ধান খেয়েছে হাতির দল। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে টংকবতি ইউনিয়নের অনেক পরিবার, পান চাষী ও কৃষকরা নির্যাতিত হচ্ছে হাতির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রাম বাসী ।