পার্বতীপুর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল অনুষ্ঠিত হলো
- আপডেট সময় : ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
শফিক ইসলাম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর ৬ নং মোমিনপুর ইউনিয়নের দূর্গাপুর-চন্দ্রপুর আদিবাসীপাড়ায় “স্পেন বাংলাদেশ এ্যগ্রো-ফুট কোম্পানি লিমিটেড” সংলগ্ন যশাই আমবাড়ী রোডস্থ মাঠে আজ ২৫ অক্টোবর/২৪ ইং শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটের সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “হা-ডু-ডু প্রতিযোগীতা”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।
যশাই সৈয়দপুর বনাম হোসেনপুর পার্বতীপুর -এর মধ্যেকার হা-ডু-ডু খেলায় হোসেনপুর দলকে ২৬ পয়েন্টে হারিয়ে প্রথম বারের মত যশাই সৈয়দপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
দেশের বিভিন্ন অঞ্চলের তারকা হা-ডু-ডু খেলোয়াড়সহ বাংলাদেশ জাতীয় কাবাডি দলের একাধিক খেলোয়াড়দের নিয়ে গঠন করে উভয় দল। খেলার শুরু থেকে আক্রোমন আর পাল্টা আক্রোমনের মধ্যে জমে ওঠে খেলার আসল মজা। চরম হাড্ডা-হাড্ডি এই লড়াই দেখে আনন্দে মেতে ওঠে মাঠে উপস্থিত হাজারো দর্শক।
মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পার্বতীপুর মডেল থানায় অফিসার্স ইনচার্জ আব্দুস সালাম, ৬ নং মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডাক্তার অহেদুল হক, পার্বতীপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা আবু রায়হান, সমাজ সেবক আজাহার উদ্দিন, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ফাইজুই ইসলাম। প্রমুখ: