পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

- আপডেট সময় : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিকমোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনায় একজনের মৃত্য হয়েছে।
২৫ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিকমোড় এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত আরএফএল কোম্পানির এসআর অপু বিশ্বাস (২৭) মারা গেছে।
নিহত অপু বিশ্বাস মাগুরা জেলার মাগুরা সদর থানার হাট মালঞ্চী এলাকার শ্রী অনাথ বিশ্বাসের ছেলে এবং আরএফএল কোম্পানির পাবনা জেলার একাংশের (ঈশ্বরদী-আটঘরিয়া-চাটমোহর উপজেলার) এসআর হিসেবে নিযুক্ত ছিলেন।
প্রতক্ষ্যদর্শী এবং ঘটনা সূত্রে জানাযায়, দৈনন্দিন কাজের অংশ হিসেবে ঘটনার দিনও সকালে কাজে বেরিয়ে যান অপু। কাজ শেষে সন্ধ্যায় ঈশ্বরদী তার ভাড়া বাসায় আসার পথে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড় এলাকায় (গ্যাস পাম্পের সামনে) পৌঁছালে অপরদিক থেকে আসা সিএনজির আঘাতে ছিটকে রাস্তায় পরে যান। সে সময় কাঠ ভর্তি একটি স্টিয়ারিং (কুত্তা) গাড়ি অপুকে পিষ্টকরে দ্রুত পালিয়ে যায়। এসময় বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে অপুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
আহত অপুর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে (লালপুর এলাকায়) পৌঁছালে তার মৃত্যু হয়।