পাবনার ঈশ্বরদীতে পত্রিকা অফিসে চুরি!থানায় অভিযোগ দায়ের
- আপডেট সময় : ১২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ পাবনার ঈশ্বরদীতে সাপ্তাহিক সমকোণ পত্রিকা এবং বাংলাদেশ প্রেসক্লাবের অফিসের তালা ভেঙ্গে চুরি করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ।
বুধবার সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকার মধ্যকার কোন এক সময় শহরের রেলগেট এলাকার খান সুপার মার্কেট এর নিজেস্ব কার্য্যালয় থেকে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ এবং সংশ্লিষ্টদের থেকে জানাযায়, ঈশ্বরদী রেলগেট এলাকার খান সুপার মার্কেটে সম্মিলিত ভাবে অফিস ভাড়া নেন ঈশ্বরদীর বহুল প্রচারিত সাপ্তাহিক সমকোণ এবং বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখা। সেই কার্য্যালয়ের প্রধান দরজার হ্যাজবোল ভেঙ্গে সাপ্তাহিক সমকোন পত্রিকার কম্পিউটার মনিটর ধারালো কিছু দিয়ে সংযোগ তার কেটে চুরি করে নিয়েছে বলে জানান অভিযোগ কারী এবং বাংলাদশে প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি মো. হাফিজ।
সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় উপ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম রোহান জানান, বিকেল ৩. ৪৫ মিনিটের দিকে অফিসের সহকারী মো. সোহানুর রহমান সোহান (১৮) আমাকে মোবাইল ফোনে জানান যে , অফিস থেকে আমার কম্পিউটার চুরি হয়েছে। সে সময় আমি তার কাছে অফিসের অন্য জিনিস পত্রের বিষয়ে জানতে চাইলে সে আমাকে অন্য সব কিছুই ঠিক আছে শুধু আমার কম্পিউটারটিই চুরি হয়েছে বলে অবহিত করেন। যদিও তার কিছুক্ষনের মধ্যে চুরির বিষয়টি হাফিজ ভাইও আমাকে নিশ্চিত করে বলেন, আমি অফিসে আসি দুপুর ২টা ৫৫ মিনিটে। তখন অফিসের সামনে এসেই দেখি প্রধান দরজার তালা নিচে পরে আছে এবং দরজা খোলা তারপর ভেতরে গিয়ে দেখি সমকোণের কম্পিউটার মনিটরটি শুধু নেই বাকি সব কিছুই ঠিক আছে।
এ সময় রোহান আরও বলেন, অফিসের সকল কিছুই ঠিকঠাক আছে কেবল আমার পত্রিকার জিনিস চোরে নিয়ে গেল এটা আমি অনেকটাই অবাক হয়েছি । তবে এ বিষয়ে আমি মামলাও করতে পারি বলেও মন্তব্য করেছেন।