পাবনায় পৃথক অভিযানে অস্ত্র,গাঁজা,ইয়াবা ট্যাবলেট সহ ৪ আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
উজ্জল প্রধানঃ
পাবনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে মাদক বিরোধি অভিযান পরিচালনা করে একটি আগ্নেয়াস্ত্র, গাঁজা,ইয়াবা ট্যাবলেট সহ চারজন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
(বুধবার) ১৬ আগস্ট জেলা ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মনারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র) মোঃ সুলতান আলী শেখ, এএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সুজানগর থানার দুলাই ইউপির রামকান্তপুর সাকিনস্থ রামকান্তপুর জামে মসজিদের উত্তর পাশে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ রিয়াজুল ইসলাম (২৫), পিতাঃ মোঃ আয়নাল প্রামানিক, সাং-দরিভাওডাঙ্গা, ইউপিঃ ভাড়ারা, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে মাদক দ্রব্য ০৮(আট) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা সদর থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচানা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ টিপু মোল্লা (৩৫), পিতাঃ মৃতঃ শাজাহান মোল্লা, গ্রামঃ গয়েশপুর কুমিল্লী, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, এ/পি কাশিপুর চারতলা বিল্ডিং এর সামনে মোছাঃ নাছি এর বাড়ীর (ভারাটিয়া) ২। মোঃ আঃ মাবুদ সরদার (৩৩), পিতাঃ আঃ খোয়াজ সরদার, গ্রামঃ হেমায়েতপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে ২০০(দুইশত) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
উক্ত টিম একই তারিখ গভীর রাতে পাবনা জেলার দাপুনিয়া ইউপির টিকরি মধুর ভাটা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ আতাহার আলী (২৫), পিতাঃ মৃতঃ ইকরাম সরদার, সাং- টিকরি(মধুরভাটা), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) এবং এক রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এবং সুজানগর থানায় পৃথক পৃথক মামলা রজু করা হয়েছে।