পাইকেরছড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের নতুন সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি আপেল মাহমুদ

- আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
আজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকেরছড়া ইউনিয়ন শাখার আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী মোঃ ওমর ফারুক (ফারুকী)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন, যা সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব হলো ইসলামী মূল্যবোধ রক্ষা করা ও জনসাধারণকে সত্যের পথে আহ্বান জানানো।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতী এস এম মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, “সততা, ন্যায়পরায়ণতা ও ত্যাগের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, তারা যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং ইসলামী আন্দোলনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ ছমির উদ্দিন। তিনি বলেন, “একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৩-২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সেক্রেটারি মোঃ আপেল মাহমুদ এবং জয়েন্ট সেক্রেটারি মোঃ মিলন হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও ইসলামপ্রিয় জনতা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।