পাঁচবিবিতে হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ১২:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর কর্মীরা বিএনপির কর্মীদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শালাইপুর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল। এসময় উপস্থিত বক্তব্য রাখেন সাবেক আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, আটাপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ নওশাদ আলী মণ্ডল, বালিঘাটা ইউপি বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ আইয়ুব আলী সহ স্থানীয় বিএনপি নেতা মোঃ শামীম হোসেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে উপজেলার কুয়াতপুর গ্রামে জেলা জামায়াত ইসলামীর আমিরের ঈদ শুভেচ্ছার পোস্টা দেওয়ালে সাঁটানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে মারামারি হয়। এতে জামায়াত কর্মী আহত হওয়ায় তারা প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি নেতা গফুরের বিরুদ্ধে। তারই প্রতিবাদে গফুর মন্ডল পাল্টা সমাবেশ কর।