পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতে ৪ হাজার টাকা জরিমান
- আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি বাস ও ট্রাক চালককে ৪ হাজার টাকা জরিমানা ও ৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের মেসার্স সোনার বাংলা ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ।
এসময় দুইটি বাস ও দুইটি ট্রাক চালককে ৪ হাজার টাকা জরিমানা ও নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ছয়টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। একই সাথে হাইড্রলিক হর্ণ ব্যবহার না করতে চালকদের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া বোদা থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এসময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টীকার সাঁটানো হয়। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।