মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় নামাজরত অবস্থায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় স্বামী আবুল কালাম আজাদ (৫২) কে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে ঘটনার পরেই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আবুল কালাম আজাদকে থানা হেফাজতে নেয় পুলিশ। এরপরে থানা হেফাজত থেকে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এঘটনায় শুক্রবার রাতেই বাদী হয়ে বোদা থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলার করেন নিহতের বড় ভাই রেজাউল করিম। পরে ওই মামলায় নিহতের স্বামীকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামানের আদালতে তোলার পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে, শনিবার সকাল ১০টায় নিহত অরিনা বেগমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, নিহত অরিনা বেগম স্বামীর পরকিয়ার বলি হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরে ঘটনার মুল কারণ জানা যাবে বলছে পুলিশ। এদিকে হত্যাকান্ডের পরে নিহতের স্বামী আবুল কালামের রক্ত মাখা জুতা, লুঙ্গি, বাড়ির খড়িঘর থেকে কাঠের বাট যুক্ত দা, কুড়াল জব্দ করে পুলিশ।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে নিজেদের ঘরে এশার নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এসময় ঘরে ঢুকে দূর্বত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন। এতে মাটিতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অরিনা। পরে রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে বাড়িতে শুনশান নীরবতা দেখতে পান স্বামী আবুল কালাম আজাদ। পরে ঘরে গিয়ে দেখেন স্ত্রী মাটিতে রক্তাত অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরহতাল করে। সুরতহালে নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত অরিনার ভাসুরের মেয়ে শাহনাজ বলেন, আমার চাচা চাচীর মধ্যে ভাল সম্পর্ক আছে বলে জানি। কে বা কারা তাকে হত্যা করল আমরা বুঝতে পারছিনা। তবে একটি কথা ছড়িয়ে পড়েছে যে চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। এরকম কোন কিছুই না। আমরা এমন কোন ঘটনার কথা জানিনা, দেখিওনি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, গৃহবধূ অরিনা হত্যা মামলার তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের স্বামীর পরকিয়ায় আসক্ত বলে কিছু আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি স্বামীর পরকিয়ার বলি হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত রিপোর্ট পেলে হত্যাকান্ডের মুল রহস্য বের হবে।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার