পঞ্চগড় দেবীগঞ্জ নতুন বন্দরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

- আপডেট সময় : ১০:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

মোঃ রুবেল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ পৌরসভা ৯ নাম্বার ওয়াড নতুন বন্দরে। খোকন সরকার (৩৩) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত খোকন উপজেলার নতুন বন্দর এলাকার দুলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে হাতে কাঁচি দা নিয়ে ভুট্টা ক্ষেতে ঘাস কাটার কথা বলে বেরিয়ে যান খোকন সরকার রাস্তায় এক দুজনের সাথে দেখা ও কথা হয়েছিল। পরে আনুমানিক সকাল ১১ টার দিকে ঘটনাস্থলের পাশে প্রতিবেশী এক মহিলা রান্নার জন্য গাছের শুকনো পাতা কুড়িয়ে আনতে গেলে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
লাশ উদ্ধারের কথা প্রতিবেশীদের কাছে শুনে খোকনের স্ত্রী রুমানা ঘটনাস্থলে গিয়ে খোকনের পরিচয় নিশ্চিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। ও পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অফ্স), সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন সহ পুলিশ সদস্যরা। ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি পঞ্চগড়ের একটি টিম কাজ করছেন।
এই বিষয়ে, পঞ্চগড়ের পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি কাজ করছে। এবং ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।