নৌ বাহিনীর অভিযানে সন্দ্বীপে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

- আপডেট সময় : ১১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

নৌ বাহিনীর অভিযানে সন্দ্বীপে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
মোঃ লুমোৎফুর রহমান রাকিব
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় রবিবার ১৫ সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ অভিযানে দেশি-বিদেশী অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়। সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।