নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ বটতলা হাট এলাকায় ভোট চাইলেন

- আপডেট সময় : ১০:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৯১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল্লাহ সনি, জেলা প্রতিনিধিঃ
আগামী (১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সংসদীয় উপ-নির্বাচন উপলক্ষে কৃষক লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে,৬ নম্বর ওয়ার্ড বটতলা হাটে নৌকার প্রার্থী মোঃ আব্দুল ওদুদের এক আলোচনা সভা ও বটতলা হাট অফিস উদ্বোধন শেষে বটতলাহাট এলাকায় গণসংযোগ করেন।
নৌকার প্রার্থী মোঃ আব্দুল ওদুদের উপস্থিতিতে উক্ত সভার আয়োজনে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি শরিফুল বিশ্বাস ও ৬ নম্বর ওয়ার্ডের কৃষকলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল, ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি রাকিবুল আলিম রাকিব ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ হোসেন আলী ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান ঝাটু ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্যরা
উক্ত সভায় নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ বলেন, আপনারা আমাকে ভোটে জয়লাভ করালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে মেডিকেল কলেজের হাসপাতালে রূপান্তর করব।