নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন

- আপডেট সময় : ১২:১৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন
রাসেদ বিল্লাহ চিশতীঃ
আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। হিজরি সালের তৃতীয় মাস রবিউল আউয়াল বিশ্ববাসীর জন্য রহমতের মাস। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আরবের পবিত্র মক্কা নগরীরতে জন্মগ্রহণ করেন নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সাঃ)। নোয়াখালীতে নানা আয়োজনে দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ (১৬ সেপ্টেম্বর-সোমবার) সকাল ৯.০০ ঘটিকায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশের নোয়াখালী জেলা কমিটির যৌথ আয়োজনে আহবায়ক হাজী মোঃ দেলোয়ার হোসেন নয়ন ও সচিব মোঃ কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে নোয়াখালীতে জশনে জুলুস আনন্দ শোভা যাত্রাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় নোয়াখালী পিটিআই প্রাঙ্গন মুক্ত স্কয়ার থেকে জুশনে জুলুস আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা মুক্ত স্কয়ারের সামনে এসে মিলিত হয়ে শেষ হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরে সংগঠনটির নেতৃবৃন্দগন বক্তব্য প্রদান করেন। পরে মিলাদ, কেয়াম, দোয়া, মুনাজাত ও তোবারক বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।