নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিস্কার

- আপডেট সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

পৌরসভার উপ- নির্বাচনে অংশ নেওয়ায় আরও একজনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ২৪ এপ্রিল বুধবার নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে বহিষ্কার করা হয়। তিনি জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে পৌর মেয়র পদে প্রার্থী হয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাগেছে।
জানাগেছে, পৌরসভার উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির এ সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি তাই বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ কমেটকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলার সাধারন সম্পাদক জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।