** নিরব প্রশাসন **
- আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
এবিসি নিউজ ডেস্কঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বিভিন্ন বাজারে ব্যাবসায়ীদের মাঝে বিরাজ করছে চোর আতঙ্ক। গত পনেরো দিনে বেশ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানে অভিনব কৌশলে চোর মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিয়ে গেছে। বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠানের সিসি টিভি ফুটেজে চোর দেখা গেছে। বিষ্ময়কর বিষয় হলো সব ফুটেজের চোর একজনই। মোবাইল ফোনের ইএমআই নাম্বার দিয়ে সাধারণ ডায়েরি করেছে কেউ কেউ। আবার কেউ ফুটেজ দেখে চোর সনাক্ত করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে একজন শহরের বিশিষ্ট রঙ ব্যাবসায়ী ” ইমন হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট সাপ্লাই ” এর স্বত্বাধিকারী আরিফ আহমেদ।
তিনি চোরের নাম ঠিকানা খুঁজে বের করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের সাথে চোরের চুরি করার ভিডিও ফুটেজ ও স্টিল ছবি থানা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।
এ বিষয়ে তাঁর সাথে কথা হলে তিনি হতাশা প্রকাশ করে বলেন সেপ্টেম্বরের দুই তারিখে আমি থানায় চোরের নাম ঠিকানা ছবি দিয়ে লিখিত অভিযোগ দায়ের করি কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও চোর ধরতে প্রশাসন সফল হয়নি।
বিষয় টা কষ্টের।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে গত পনেরো দিনে ইলেকট্রনিকস ব্রান্ড মিনিস্টার শো’রুম এবং ফল ব্যাবসায়ী মুক্তার হোসেনের মোবাইল ফোন ও সোনারগাঁও স্টুডিও থেকে নগদ টাকা অভিনব কৌশলে প্রতিষ্ঠান থেকে চুরি হয়েছে।
এ ব্যাপারে প্রশাসনের নিরবতা জনমনে নেতিবাচক প্রভাব ফেলছে।