নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদোনায়ন এক দফা একদফা দাবিতে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ১১:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

,
রিপোর্টার মোঃ মাহবুব আলমঃ-
নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিস, শিক্ষা ও প্রশাসনে নানাবিধ অনিয়ম, নৈরাজ্য, স্থবিরতা, প্রশাসনিক হয়রানি অবহেলা ও বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যহারপূর্বক নার্স কর্মকর্তাদের পদায়নের ০১ (এক) দফা দাবি আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে “নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ” কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন।
সম্মানিত সাংবাদিকবৃন্দ,
আসসালামুআলাইকুম। শুভ অপরাহ্ন। “নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ” এর পক্ষ থেকে এখানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের জানাই শুভেচ্ছা। আপনারা জাতির বিবেক। দেশ জাতি ও জনগণের যে কোন ক্রান্তিলগ্নে এবং যখন কোন দুর্যোগ ও সঙ্কটাপন্ন অবস্থার সম্মুখীন হন তখনই মানুষ আপনাদের শরণাপন্ন হয়। আপনাদের বিবেচনা ও সঠিক বিশ্লেষন দ্বারা আপনাদের সাবলীল লেখনীর মাধ্যমে দেশের জনগণ ও সরকার সকলে অবস্থিত হন এবং সমাধানের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেন। সেই আশা নিয়েই আজ আমরা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিস, শিক্ষা ও প্রশাসনে অনিয়ম, নৈরাজ্য, স্থবিরতা, প্রশাসনের নানাবিধ হয়রানি, ও অবহেলা থেকে মুক্তির লক্ষ্যে আপনাদের সকলের প্রত্যক্ষ সহযোগিতা প্রাপ্তির আশায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সংস্কার পরিষদে আছেন নার্স ও মিডওয়াইফারি শিক্ষক, পেশাজীবী নার্স মিডওয়াইফ এবং শিক্ষার্থী তথা সর্বস্তরের নাস- মিডওয়াইফ। ইতোপূর্বেও নার্সিং পেশার বিভিন্ন দাবি আদালো আপনাদের আন্তরিকতা ও অকৃত্রিম সহযোগিতা নার্স সমাজ সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নার্সিং পেশার উন্নয়নের লক্ষ্যে অতীতের ন্যায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ বিনয়ের সাথে প্রত্যাশা করছি।
২০২৪ সালের বৈষম্য বিরোধী রাষ্ট্র বিনির্মাণে নতুন স্বাধীনতা যুদ্ধে যে সকল দেশপ্রেমিক ও স্বাধীনতা পিপাসু বীর যোদ্ধাগণ বিগত স্বৈরাচারি সরকারের পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে শাহাদৎ বরণ করেছেন আমরা তাঁদের জানাই শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। যে সকল বীরযোদ্ধারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সঠিক চিকিৎসা ও দ্রুত সুস্থ্যতা কামনা করছি। একইসাথে দেশব্যাপি যে সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীগণ বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, রাজপথে থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছেন, আহত রোগীদের জন্য রক্তদান সহ চিকিৎসা সহায়তা করেছেন তাদের জানাই সংগ্রামী শুভেচ্ছা।
সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ
অপার সম্ভাবনাময় নার্সিং পেশার উন্নয়নে এবং আমাদের অধিকার রক্ষার সংগ্রামে আপনারাই আমাদের সহযোদ্ধা। আপনারা কলম সৈনিক। সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সরকারের সর্বোচ্চ মহলে আমাদের সেতুবন্ধনে আবদ্ধ করার একমাত্র মাধ্যমই হলো আপনাদের সুবিবেচনাপ্রসূত সুচিন্তিত ও বিশ্লেষনমূলক লেখনী। আপনাদের সুচিন্তিত ও যৌক্তিক লেখনীর মাধ্যমে আমাদের এই ন্যায়সংগত দাবিটি যথাযথভাবে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, সংস্কার কমিটিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার জন্য দারস্থ হয়েছি। প্রতাশা করছি এতে দূর হবে নার্সিং সার্ভিস, শিক্ষা ও প্রশাসনের সকল বৈষম্য, অসংগতি, অবমূল্যায়ন এবং নিরসন হবে সৃষ্ট সকল জটিলতা ও নার্স ও মিডওয়াইদের ভবিষ্যৎ অনিশ্চয়তা। জনগণের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে হলে আপনাদের সহযোগিতার কোন বিকল্প নাই।
আপনারা জানেন, বিশ্বব্যাপী নার্সিং ও মিডওয়াইফারি পৃথক ও স্বতন্ত্র পেশা হিসেবে স্বীকৃত যা স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। অতীব দুঃখজনক হলেও সত্য যে, সারা বিশ্বে নার্সিং ও মিডওয়াইফারি পেশার ব্যাপক প্রসার ও উন্নয়ন সাধিত হলেও বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনোভাবেই এই সেক্টরটি ঘুরে দাড়ায় নি।