নানা কর্মসূচির মধ্য দিয়ে পাঁচবিবিতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

- আপডেট সময় : ০৮:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৬ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে সূর্যদয়ের সাথে সাথে পাঁচবিবি পৌর পার্কে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন,বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, এনজিও, সকল শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৮ টায় স্টেডিয়ামে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, বিএনসিসি, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, থানা অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু ও আব্দুর রব বুলুসহ অনেকে।
আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।