নগরবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ সার প্যাকেটজাতকরণ: ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

- আপডেট সময় : ১১:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

মাসুম হোসেন অন্তু,
মেয়াদোত্তীর্ণ সার প্যাকেটিং এর অপরাধে একজন সার ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। ১৮ই অক্টোবর (শুক্রবার) বিকাল ৫ টায় আমিনপুর থানাধীন পুরান ভারেঙ্গা ইউনিয়নের অন্তর্গত এমপি বাজারস্থ দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীর গুদামে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ সার প্যাকেট করার অপরাধে হারুনর রশিদ,পিতা: মৃত হোসেন আলী শেখ, সাং- রাজনারায়ণপুর, থানা- আমিনপুর, উপজেলা -বেড়া,জেলা- পাবনা কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড ও মেয়াদোত্তীর্ণ ১৫ মেট্রিক টন সার জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর’র নেতৃত্বাধীন আমিনপুর থানা পুলিশ।
এ বিষয়ে বেড়া উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা রাতুল ইসলাম অডিও বার্তায় জানান, জব্দকৃত মেয়াদোত্তীর্ণ সার পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। তবে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেন নি।