ব্রেকিং নিউজঃ
নওগাঁর আত্রাইয়ে গরু বোঝাই ইঞ্জিনচালিত ভূটভূটি উল্টে রেজাউল নামে এক গুরু ব্যবসায়ীর মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
- আপডেট সময় : ১২:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর আত্রাইয়ে গরু বোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে ভটভটির নিচে চাপা পড়ে রেজাউল ইসলাম (৪২) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বজ্রপুরতাতিপুকুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত রেজাউল ইসলাম বজ্রপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজাউল ইসলাম গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে গরু বিক্রি করার উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি করে হাটে নিয়ে যাচ্ছিলেন। এসময় বজ্রপুর তাতীপুকুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে রেজাউল ইসলাম ভটভটির নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নওগাঁ #