নওগাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতীয় পার্টির অফিসসহ ৪ দোকান ভস্মীভূত

- আপডেট সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মিরু হাসান
নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানসহ জাতীয় পার্টি অফিস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার উপজেলা সদরে হাসপাতালের সানের প্রধান রাস্তার পাশে অবস্থিত এসব দোকানে রাত অনুমান ৩টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনার সময় সেখানে অবস্থিত জাতীয় পার্টির উপজেলা অফিস, আবু সালেহ মূসা’র মালিকানাধীন রানা মেডিক্যাল ষ্টোর, আহম্মদ দর্জির মালিকানাধীন একটি কাপড়ের দোকান, নূর ইসলামের মালিকানাধীন একটি কাপড়ের দোকান এবং সাইদুর রহমানের মালিকানাধীন একটি তূলার দোকানে এই ভয়ানক অগ্নিকাণ্ড হয়।
এসব দোকান সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়। এর ফলে প্রাথমিক হিসেবে রানা মেডিক্যাল ষ্টোরের ১০ লক্ষ টাকা, আহম্মদ দর্জির কাপড়ের দোকানে ৭ লক্ষ টাকা, নূর ইসলামের কাপড়ের দোকানে ৬ লাখ টাকা, সাইদুর রহমানের তূলার দোকানের ৬ লক্ষ টাকা এবং জাতীয় পার্টি অফিসের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস অফিসের ওয়্যারহাউস পরিদর্শক জানায়, জাতীয় পার্টি অফিসের সোলার প্যানেল থেকে এই আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।