বগুড়া জেলা প্রতিনিধিঃ
উত্তর জনপদের রাজধানী দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, শিক্ষার্থী ছাউনী নির্মাণ, শিশু পার্ক আধুনিকায়ন, সোলার স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোসহ পরিকল্পিত নগর উন্নয়নে ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ টাকা।
ধারণা করা হচ্ছে, এটিই পৌরসভার সর্বশেষ বাজেট। সিটি করপোরেশনের মর্যাদা পাচ্ছে বগুড়া পৌরসভা। উন্নতিকরণে সকল প্রক্রিয়া এগিয়ে চলছে। সিটি করপোরেশন হতে সব শর্ত পূরণ করে প্রস্তুত বগুড়া পৌরসভা। জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হবে।
গত সোমবার (৩০ জুন) বগুড়া পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ। আনুষ্ঠানিক সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম, পৌর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, গণমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী, সাধারণ নাগরিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেটে পৌরসভার উন্নয়নে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদান স্মরণীয় রাখতে পৌর এডওয়ার্ড পার্কে নির্মিত স্বাধীনতা চত্ত্বর উন্মুক্ত হবে। জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বগুড়া পৌর এলাকায় শহীদদের স্মৃতি স্মরণীয় রাখতে রাস্তা অথবা চত্বরের নামকরণসহ শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। শহরের উন্মুক্ত ড্রেনসমূহের উপরে স্লাব নির্মাণ, ফুটপাত নির্মাণের প্রস্তাব ও শিক্ষার্থী ছাউনী নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। দরিদ্র-মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা, শহরের সাতমাথায় আধুনিক টয়লেট নির্মাণ, কয়েকটি শিশুপার্ক আধুনিকায়ন, পৌর সপ্তপদী বহুতল মার্কেট নির্মাণ, সুপেয় পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থার কাজ শুরু হবে। এছাড়া ৩ কোটি টাকার সোলার লাইট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে ২০০ কোটি টাকাসহ পরিচ্ছন্ন নগরী গড়তে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণে বাজেট ধরা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করে প্রশাসক নিয়োগের জন্য চলতি সপ্তাহে সংশ্লিষ্ট পর্যায়ে চিঠি পাঠানো হবে। জবাব এলেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। নাগরিকদের করা আবেদনের গণশুনানি কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এর আগে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করার প্রথম ধাপ হিসেবে জেলা প্রশাসক (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব) হোসনা আফরোজা গত ২৭ এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করেন।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকায় অন্তর্ভুক্ত মহল্লা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক ও পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, দ্রুত সিটি করপোরেশন ঘোষণা ও গেজেট প্রকাশের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হবে।
পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার ‘গণমাধ্যম’কে জানান দীর্ঘদিন বগুড়া পৌরসভার বাসিন্দারা বঞ্চনার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট পতনের পর বগুড়াবাসী নতুন করে স্বপ্ন দেখছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় সিটি করপোরেশনসহ অনেক কিছুই বাস্তবায়ন হচ্ছে।##
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.