ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
- আপডেট সময় : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হচ্ছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়েছে।
‘শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদায় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে শিক্ষক দিবস- ২০২৪ পালন করা হয়েছে।
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ইং সকাল সাড়ে দশটায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ধনবাড়ী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন অংশ গ্রহণ করেন।
ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরুল হুদা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ধনবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আঃ বারী, ধনবাড়ী কলিজিয়েট মডেল স্কুল এর প্রধান শিক্ষক মাসুদ কবীর, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার সহ অনেকে।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন তাদের বক্তব্যে ‘শিক্ষা জাতির মেরুদণ্ড’ আর শিক্ষক ছাড়া কোন দেশে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমানে শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয় করণ করার জন্য ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি জানান। সেই সাথে বর্তমানে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ও ২৫% উৎসব ভাতার বৈষম্য দূরীকরণের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি করেন।
ধনবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা নিজ নিজ প্রতিষ্ঠানে র্যালী ও আলোচনা সভা আয়োজন করেন ।