দৌলতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উদ্যোগে ইফতার ও জুলাই বিপ্লবে আহতদেরকে চেক প্রদান । দৌলতপুর প্রতিনিধি , কুষ্টিয়া ।।

- আপডেট সময় : ১২:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ২০ বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি , কুষ্টিয়া ।।
কুষ্টিয়া দৌলতপুরে জুলাই বিপ্লবে আহত দুই পরিবারের মাঝে ৪ লক্ষ টাকার চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৫ টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার অডিটোরিয়াম রুমে চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক রকিবুল ইসলাম রকির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল , সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার পুত্র ও আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের যুগ্ম আহবায়ক আসিফ রেজা শিশির মোল্লা, বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা শাখার আমীর মাওলানা বেলাল হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী।
এসময় ইউছুফপুর গ্রামের মোকিম মন্ডলের ছেলে হাফিজুর রহমান পিন্টু ও মুহাম্মদপুর গ্রামের ইয়ার আলীর ছেলে সরোয়ার হোসেনকে ২ লক্ষ করে মোট ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ময়নুর রহমান উপস্থিত না থাকায় তার দুই লক্ষ টাকার চেক উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা রাখা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যুগ্ম আহবায়ক পিয়াস ইবনে সানা, সদস্য সচিব আব্দুল হালিম আকাশ , যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ হাসান রোহান, মূখ্য সংগঠক হোসেন আহাম্মেদসহ প্রমুখ। এসময় জুলাই বিপ্লবের নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।