দুর্গা পূজার কার্নিভালের শেষ বিদায় জানাতে ডায়মন্ডহারবার জেলা পুলিশের কর্মকর্তারা।।
- আপডেট সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের জন্য যে কার্নিভালের আয়োজন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশ। সেই কার্নিভালের শেষ বিদায় ও শুভেচ্ছা জানাতে কুলপির রোডে উপস্তিত ছিলেন ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রীমতী পূস্পা দেবী আই পি এস। এবং ডায়মন্ডহারবার মহাকুমা পুলিশ প্রধান শ্রী মিতুন কুমার দে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন তৃনমূল দলের চেয়ারম্যান ও মগরাহাট পূর্বের বিধায়ক শ্রীমতী নমিতা সাহা। পশ্চিম বাংলসুপার বিধান সভার স্পিকার শ্রী বিমান ব্যানার্জী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার ও বিধায়ক শ্রী যগোরন্জন হালদার এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সাবেক পশ্চিম বাংলার মাদ্রাসা শিক্ষা মন্রী গিয়াসউদ্দিন মোল্লা। এছাড়াও উপস্তিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার সহ অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া কলকাতার রেড রোডে দুর্গা পূজা র কার্নিভালের দুই বারুইপুর জেলা পুলিশের দুর্গা পূজা ভাগ নেয়। এর মধ্যে গড়িয়ার মিতালী সঙঘের দুর্গা পূজা ও নবদুর্গা ও বারুইপুর ইউথ ক্লাবের দুর্গা পূজা কার্নিভালের অংশ নেয়। এখানে বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী সহ অন্যান্য পুলিশ অফিসার উপস্তিত ছিলেন। অন্যদিকে ডায়মন্ডহারবার জেলা পুলিশের মোট চারটি দুর্গা পূজা কার্নিভালের ভাগ নেয়।।