এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

দুর্গাপুরে পরকীয়া আটক যুবক যুবতী সালিশি বৈঠকে বিবাহ।

আশরাফুল ইসলাম :
  • আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম:

রাজশাহী দুর্গাপুর উপজেলার তিন নং পানা নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গুণাজীপাড়ায় পরকীয়ার জেরে যুবক যুবতীকে আটকের অভিযোগ পাওয়া গেছে ।

সরজমিনে গিয়ে দেখা যায় আজ ৩১ শে মার্চ ২০২৫ পানানগর ইউনিয়নের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছে।

অভিযোগে বলা হয় দুর্গাপুর উপজেলার বোনাজি পাড়া গ্রামের বাসিন্দা মৃত দবির সোনালের মেয়ে মুসলমান ববিতা বেগম (৩২) তার নিজ পক্ষ থেকে অপরিচিত যুবককে আটক করা হয়।

আটকৃত যুবকের নাম মোঃ আকাশ রহমান (২৩) পিতা রাজন সরদার মাতা মোছাঃ যুথি বেগম। তার বাসা পুঠিয়া জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে।

 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে তারা জানান গতরাত আনুমানিক আটটার দিকে তার ঘরে অপরিচিত যুবক প্রবেশ করে আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরকীয়ার সময় তাদের হাতে নাতে ধরি পরে আমরা তাকে স্থানীয় গ্রাম্য পুলিশ দ্বারা আটক করে রাখি এবং পরে থানায় যোগাযোগ করা হলে তারা স্থানীয় পর্যায়ে সমাধানের কথা বলেন।

 

স্থানীয় সালিশি বৈঠক এর মাধ্যমে উভয়ের সম্মতি কমে বিবাহ দেয়া হয়। উভয়ের মতামতের ভিত্তিতে চার লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করা হয় ।

বিবাহের কাজে নিযুক্ত সরকারি রেজিস্ট্রেশনভুক্ত কাজী মোঃ সুলতান আহমেদের সঙ্গে কথা বলে তিনি জানান আমাকে এখানে বিবাহ দেয়ার জন্য ডাকা হয়েছে আমি এসে উভয়ের সম্মতি কমে বিবাহ টি সম্পন্ন করি।

এ সময় সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী সাবে ক ইউপি সদস্য ৩ নং পানা নগর ইউনিয়ন , শ্রী প্রশান্ত কুমার বিশিষ্ট বিএনপি নেতা, জনাব ফারুক হাসান বিএনপি নেতা ৩ নং পানা নগর ইউনিয়ন, জনাব আফজাল হোসেন সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি । জনাব হুজুর আলী স্থানীয় বিএনপি নেতা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

ঘটনার বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ দুরুল হুদা বলেন,এ বিষয়ে আমি অবগত নেই বিষয়টি আমি দেখছি।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

দুর্গাপুরে পরকীয়া আটক যুবক যুবতী সালিশি বৈঠকে বিবাহ।

আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

আশরাফুল ইসলাম:

রাজশাহী দুর্গাপুর উপজেলার তিন নং পানা নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গুণাজীপাড়ায় পরকীয়ার জেরে যুবক যুবতীকে আটকের অভিযোগ পাওয়া গেছে ।

সরজমিনে গিয়ে দেখা যায় আজ ৩১ শে মার্চ ২০২৫ পানানগর ইউনিয়নের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছে।

অভিযোগে বলা হয় দুর্গাপুর উপজেলার বোনাজি পাড়া গ্রামের বাসিন্দা মৃত দবির সোনালের মেয়ে মুসলমান ববিতা বেগম (৩২) তার নিজ পক্ষ থেকে অপরিচিত যুবককে আটক করা হয়।

আটকৃত যুবকের নাম মোঃ আকাশ রহমান (২৩) পিতা রাজন সরদার মাতা মোছাঃ যুথি বেগম। তার বাসা পুঠিয়া জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে।

 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে তারা জানান গতরাত আনুমানিক আটটার দিকে তার ঘরে অপরিচিত যুবক প্রবেশ করে আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরকীয়ার সময় তাদের হাতে নাতে ধরি পরে আমরা তাকে স্থানীয় গ্রাম্য পুলিশ দ্বারা আটক করে রাখি এবং পরে থানায় যোগাযোগ করা হলে তারা স্থানীয় পর্যায়ে সমাধানের কথা বলেন।

 

স্থানীয় সালিশি বৈঠক এর মাধ্যমে উভয়ের সম্মতি কমে বিবাহ দেয়া হয়। উভয়ের মতামতের ভিত্তিতে চার লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করা হয় ।

বিবাহের কাজে নিযুক্ত সরকারি রেজিস্ট্রেশনভুক্ত কাজী মোঃ সুলতান আহমেদের সঙ্গে কথা বলে তিনি জানান আমাকে এখানে বিবাহ দেয়ার জন্য ডাকা হয়েছে আমি এসে উভয়ের সম্মতি কমে বিবাহ টি সম্পন্ন করি।

এ সময় সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী সাবে ক ইউপি সদস্য ৩ নং পানা নগর ইউনিয়ন , শ্রী প্রশান্ত কুমার বিশিষ্ট বিএনপি নেতা, জনাব ফারুক হাসান বিএনপি নেতা ৩ নং পানা নগর ইউনিয়ন, জনাব আফজাল হোসেন সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি । জনাব হুজুর আলী স্থানীয় বিএনপি নেতা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

ঘটনার বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ দুরুল হুদা বলেন,এ বিষয়ে আমি অবগত নেই বিষয়টি আমি দেখছি।

শেয়ার করুন