দুর্গাপুরে চেয়ারম্যান আজাদ আলী সরদারের ঈদ উপহার পেল ২০০ পরিবার

- আপডেট সময় : ১২:২৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম,দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নান্দিগ্রামের অসহায় ২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন।
উপহারসামগ্রীর মধ্যে লাচ্চা সেমাই, চিনি ও খুরমা খেজুর ছিল, যা দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আগেও অসহায় মানুষদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আমি অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, আবদুল গাফফার, আমিরুল ইসলাম, মন্তাজ মির্জা, আব্দুল বারিক, রাসেল প্রাং, এরশাদ হাসান, ফায়সাল মাহমুদ, আল-আমিন রকি, ইনসের আলী, সিদ্দিক সহ উক্ত গ্রামের গ্রাম পুলিশ ও এলাকাবাসী প্রমুখ।