মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আহতদের পরিবার ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
৬ অক্টোবর ২০২৪ রবিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আহতদের পরিবারের সদস্যরা জানান গত ১৩ই সেপ্টেম্বর চাঁদার দাবিতে ইউনিয়ন বিএনপির এক সদস্যকে উলঙ্গ অবস্থায় নির্যাতনের প্রতিবাদ করায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন, হেলাল, লিমন কে বখতিয়ার আহমেদ কোচির নেতৃত্বে সাজু প্লাবন, সোহেল,সোহাগ, রেজা,নবাব,জনিসহ বেশ কয়জন তাদের কুপিয়ে যখন করে।
শাহিনের স্ত্রী আসমাউল হুসনা বুবলি জানান স্বৈরাচার পতনের পর যখন সবার এক হয়ে দেশ গঠনের কথা তখন দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির একটি অংশ নানা চক্রান্ত, দখলবাজি, চাঁদাবাজি, এবং দলের মধ্যে তীব্র অন্তকম্দল সৃষ্টি করে যাচ্ছে। যা দলের এবং দিনাজপুর বিএনপির রাজনীতির জন্য হুমকিস্বরূপ।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদ ী সরকার এবং বিএনপির এই অংশের আচরণের কোন পার্থক্য নেই। যার প্রমাণ গত ১৩ই সেপ্টেম্বর। আমি দিনাজপুরের তথা সমগ্র দেশবাসী বিএনপির দিনাজপুর জেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসী কচিবাহিনীর প্রতিটি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মানববন্ধনে পঞ্চম শ্রেণীর কোমলমতি ছাত্রী সুমনা জানান আমি আমার ভাইয়ের নির্যাতনকারীদের শাস্তি চাই।
মানববন্ধনে বক্তারা আরো বলেন ওয়ারেন্ট হলেও এখন পর্যন্ত কোন আসামি পুলিশ গ্রেফতার করেনি। পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনয়ানুগ ব্যবস্থা গ্রহণ করুন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আহতদের পরিবারের সদস্য বৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার