আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বুধবার (১২ মার্চ) কুড়িগ্রাম সফর করবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কোনও উপদেষ্টার প্রথমবারের মতো কুড়িগ্রাম সফর হলেও সফর নিয়ে জেলার সাংবাদিকদের অবহিত করেনি জেলা প্রশাসন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।
স্থানীয় সাংবাদিক নেতারা বলছেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার রাষ্ট্রীয় সফর হলেও জেলা প্রশাসন গণমাধ্যমকে তা জানায়নি। এটি সাংবাদিক ও গণমাধ্যমকে উপেক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা। এর দায় জেলা প্রশাসক কোনোভাবে এড়াতে পারে না।
জেলার একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক জেলা প্রশাসনের এমন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বুধবার সকালে সরকারের একজন উপদেষ্টা আসবেন কিন্তু জেলা প্রশাসন স্থানীয় সাংবাদিকদের তা জানায়নি। আমরা মঙ্গলবার রাত ১০টায় বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে উপদেষ্টা আসবেন। মূলধারার গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকদের অবহিত না করা অত্যন্ত দুঃখজনক। এভাবে কুড়িগ্রাম জেলা প্রশাসক গণমাধ্যম ও সাংবাদিকদের অবজ্ঞা করছেন। এটা কাম্য নয়।’
কুড়িগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক ও এখন টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু বলেন, ‘সরকারের উপদেষ্টা নিশ্চয় আকস্মিক কিংবা গোপন সফরে আসছেন না। তার সফরসূচি তৈরি করা হয়েছে। অথচ জেলা প্রশাসন আমাদের সাংবাদিককে কিছুই জানায়নি। শুধু উপদেষ্টার সফর নয়, সরকারি কোনও উন্নয়ন কর্মসূচিতে জেলা প্রশাসন থেকে স্থানীয় সাংবাদিকদের কোনোকিছু জানানো হয় না। জেলা প্রশাসনের এ ধরনের ভূমিকা পরস্পর সহযোগী হিসেবে কাজ করার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়।’
কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সফর নিয়ে জেলার সাংবাদিক কিংবা প্রেসক্লাবকে জানানো হয়নি। জেলা প্রশাসন প্রকৃত ও মূলধারার সাংবাদিকদের পাশ কাটিয়ে চলছে। যারা ফেসবুকসর্বস্ব সাংবাদিকতা করেন জেলা প্রশাসকের স্তুতিবাক্য গায় তাদের জানালে জানিয়ে থাকতে পারে। কিন্তু আমাদের কিছুই জানানো হয়নি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর অথচ স্থানীয় সাংবাদিকদের কিছুই জানানো হয়নি। শেষ মুহূর্তে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। কিন্তু নিশ্চিত হতে জেলা প্রশাসককে ফোনে কল ও ম্যাসেজ দিলেও তিনি কোনও উত্তর দেননি।’
এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। যদিও স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, ফোনে কল দিলে জেলা প্রশাসক সাড়া দেন না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বলেন, ‘আপনারা এবং আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের নির্দেশনাও দেওয়া থাকে প্রচারণার জন্য। কিন্তু কীভাবে কোথায় এটা (উপদেষ্টার সফরের সংবাদ) মিস হলো আমি দেখছি।’
স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা না করার প্রশ্নে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘আমাকে আরও কয়েকজন সাংবাদিক ফোন দিয়েছিলেন। আমি বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো। কোথায় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে সেটা আমরা দেখবো।’
এদিকে সফরসূচি থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বুধবার বেলা ১১টায় কুড়িগ্রামে পৌঁছাবেন। সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের শোবনদহ নামক স্থানে ১১ দশমিক ৫৮০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ উদ্বোধন করবেন।
এরপর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ ও টিআর প্রকল্পের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। বিকালে জেলার নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নকল্পে ট্রেনিংপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। দিনভর সফর কর্মসূচি শেষে উপদেষ্টা বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম ত্যাগ করবেন।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.