মোঃ খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবাসিক হোটেল থেকে আবু সাঈদ বাবু (২২) নামে ম্যানেজারের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) মধ্য রাতে তেঁতুলিয়া চৌরাস্তা এলাকার দোয়েল আবাসিক হোটেলের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার (২০ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাঈদ বাবুর বাড়ি তেঁতুলিয়া সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকায়। তিনি দীর্ঘ দিন ধরে ওই আবাসিক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার ১৯ অক্টোবর গভীর রাতে হোটেল মালিক মোঃ মনিরুজ্জামান তুষার ম্যানেজারের রুমের দরজার বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান। দ্রুত তিনি আশপাশের লোকজনসহ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার বলেন, ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.