১৯-১০-২০২৪
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর উপজেলায় তানোর সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিশোধের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ অক্টোবর শনিবার বেলা ১১ ঘটিকায় তানোর সদর থানা মোড়ে অবস্থিত খন্দকার ভবনে তানোর সাংবাদিক ক্লাবের সার্বিক উন্নয়ন,নতুন সদস্য অন্তর্ভুক্ত করন'সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
তানোর সাংবাদিক ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমীন খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নুরে ইসলাম মিলন জাতীয় সাংবাদিক সংস্থা বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক উপচার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য- মোঃ আক্তারুজ্জামান রনজু মোল্লা,তানোর আব্দুল করিম সরকার সরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল সরকার পাপুল।
এসময় তানোর সাংবাদিক ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগ্রামী সভাপতি,মোহা: সোহানুল হক পারভেজ, সিনিয়র সহ-সভাপতি,মোঃ হাসান ইমাম,সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম,নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এম. রায়হান আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ বাবু,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গাজিউল ইসলাম মাসুদ,অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ খাতুন মুক্তা,প্রেস সম্পাদক মোঃ সেলিম রেজাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরে ইসলাম মিলন বলেন,আমি তানোর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই সাথে ছিলাম,বর্তমানে আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রত্যয়ে আমরা অংঙ্গীকার বদ্ধ।আজকে আমি উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে এবং অসহায় মানুষের পক্ষে সংবাদ প্রকাশ করতে থাকবেন এতে কে সন্তুষ্ট আর কে অসন্তুষ্ট হলো তা দেখার প্রয়োজন নেই। আপনাদের কর্মক্ষেত্রে সফলতা পেতে নিষ্ঠা ও সততার কোন বিকল্প নেই,আজ থেকে আপনাদের পথচলা হোক ন্যায় নিতি ও আদর্শের সথে শুভ কামনা রইল।
প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমীন খন্দকার তার বক্তব্যে বলেন,বর্তমানে তানোর উপজেলার সাংবাদিকদের চিত্রপট খুব একটা প্রসংশনীয় অবস্থায় নেই। বিগত দিনে আমাদের অনেকেরই অনেক ভুল ক্রুটি রয়েছে,আমরা কেউ ভুল ক্রুটির উর্ধে না। তাই সকল ব্যার্থতাকে পিছনে ফেলে নতুন আংগিকে তানোর সাংবাদিক ক্লাবের সংবাদকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে এমনই প্রত্যাশা রইলো সবার কাছে। আমরা আশা রাখি দেশ ও জাতির কল্যাণে আপোষহীন ভাবে "যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ" স্লোগানটিকে সামনে রেখে তানোর সাংবাদিক ক্লাব এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি বলেন,আমরা এই মুহূর্ত থেকে আশা রাখি তানোর সাংবাদিক ক্লাবের কোন সদস্য রাষ্ট্র বিরোধী বা বে-আইনী কোন কার্যকলাপের সাথে জড়িত হবে না কিংবা অনৈতিক কোন কাজের সাথেও জড়িয়ে পড়বে না। যদি কোন সদস্য আইন বহির্ভূত কাজে জড়িয়ে পড়েন তাহলে আমরা উপদেষ্টা মন্ডলীগণ'সহ ক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে পরামর্শের মাধ্যমে খুবই কড়া হস্তে যথাযথ ব্যাবস্থা গ্রহণে অঙ্গীকার বদ্ধ।
তিনি আরও বলেন,আমরা তানোর সাংবাদিক ক্লাবের সংবাদ কর্মীদের জন্য একটি জায়গা নির্ধারণ,বিল্ডিং নির্মান ও তাদের সার্বিক মান উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামীন চাইলে এক সময় তা সম্ভব হবে বলেও তিনি আশা ব্যাক্ত করেন।
এসময় সকল উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে তানোর সাংবাদিক ক্লাবের উন্নতি কামনায় প্রতিষ্ঠানটির সাথে জড়িত সকলের জন্য স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের কাছে নেক দোয়ার দরখাস্ত ও সু-দৃষ্টি কামনা করেন।
সভা শেষে তানোর সাংবাদিক ক্লাবের সকল গণমাধ্যম কর্মীদের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের মধ্যো দিয়ে প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমীন খন্দকার অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.