"ঢাকা-১৮ আসনে ব্যবসায়ী ও বহিরাগত এমপি চাইনা জনগন" জনমত জরীপ !
স্টাপরির্পোটার: জাহাঙ্গীর আলম !
ঢাকা ১৮ আসনে আমজনতা মতামত আর চাহিনা বহিরাগত বা ব্যবসায়ী বাংলাদেশের ভিতরে সব ছেয়ে অবহেলিত ঢাকা ১৮ আসন সাবেক-৫, ১৯৭৩ সালে সংসদ সদস্য হন শাহ মোয়াজ্জেম হোসেন আওয়ামীলীগ থেকে ১৯৭৯ সালে সংসদ সদস্য এম হামিদুল্লাহ খান তাদের কে ঢাকা ১৮ আসনের সাবেক-৫ সাধারণ জনগনের সাথে ও সর্ম্পক ছিলনা যার জন্য ঢাকা বর্তমান-১৮ ডিআইটি প্রজেক্ট ছাড়া কোন উন্নতি ছোয়া পাইনি। বর্তমানে ঢাকা-১৮ আসনের স্থানীয় এমপি হয়েছেন আলহাজ্ব হাবিব হাসান তিনি ঢাকা-১৮ আসনের অলিগলি এবং সাধারণ জনগত এবং নেতা কর্মী সাথে সু-সর্ম্পক আছে যার জন্য এখন উন্নয়নের ছোয়া পাচ্ছে ঢাকা-১৮ আসনে সিনিয়র আওয়ামীলীগের কর্মী দূরসময়ের কর্মী মোঃ জাহানঙ্গীর আলম তিনি দুঃখ্য করে বলেন আমি এক সময় আওয়ামীলীগ রাজ পথের কর্মী বর্তমানে বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যান সমিতির লিঃ এর সভাপতি বর্তমান এক ব্যবসায়ী এমপি প্রার্থী তার সাথে টেলিফোনে যোগাযোগ করে ২ মাসে ও সাক্ষাৎ করে পারি নাই। আমার মত লোক ২ মাসের সাক্ষাৎ করতে না পারলে এই ব্যবসায়ী যদি এমপি হয় সাধারন জনগন ১ বছরে ঘুরে ও দেখা করা সম্ভব হবেনা । উনার মত ব্যবসায়ী বা বহিরাগত এমপি হলে ১৮ আসনের কোন উন্নায়ন হবে না, উন্নায়ন নীজ ব্যক্তি ও ব্যবসা। তাই জাহাঙ্গীর আলম সহ আওয়ামীলীগ দুরসময়ে নেতা কর্মী বলেন এমন একজন এমপি বা সংসদ সদস্য আসলে কি রকম হওয়া প্রয়োজন সৎ ও নিষ্ঠাবান জনগণের দোরগোড়ায় যে সবার আগে পৌঁছাতে পারবে তাকেই বোধহয় সংসদ সদস্য বলি । এখন প্রশ্ন হল একজন বিশিষ্ট ব্যবসায়ী সে কি কখনোই সাধারণ মানুষের দোরগোড়ায় আসতে পারবে বা চাইলেই কি সাধারণ জনগণ তার কাছে পৌঁছাতে পারবে। একজন রিকশাচালক বা দিনমজুর ভাই একজন মুদির দোকানদার সে কি চাইলেই পারবে একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে দেখা করতে পারবে। একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে কি তৃণমূলের সকল নেতাকর্মীর পরিচয় আছে শুনেছি অনেক আগে থেকেই দলের স্বার্থে সম্পৃক্ত আছে কিন্তু এতদিন সে কোথায় ছিল দলের দুর্দিনে সে কি করেছে দলের কর্মীদের কথা তার কি তখন মনে হয় নাই এদেশের জনগণ কিংবা ১৮ আসনের জনগণের সে কি ভূমিকা পালন করেছে তার তো মূল টার্গেট ছিল ব্যবসা এবং ব্যবসা করে সে সোনাম ও অর্জন করেছেন সে একজন সংসদ সদস্য হইলে তার ব্যবসার উন্নতি ছাড়া জনগণের কোন কাজে আসবে কিনা আদৌ সন্দেহ থেকে যায়। আর একটি কথা জীবনের সবটুকু সুখ বিসর্জন দিয়ে বিপদের দিনের দলের কোন খোঁজ খবর না নিয়ে জীবনের অর্ধেকটা সময় ব্যবসায় জড়িত থেকে হয়েছেন আজকে তিনি হয়েছেন সিআইপি যার তৃণমূলের মাঠ পর্যায়ে কখনোই কোন শোয়া পাওয়া যায়নি। এই শ্রেণীর লোকদের আদো দলের বা জনগণের কোন উপকার হবে কিনা সন্দেহ থেকে যায় তাই সাপোর্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে ভেবে নিবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে না হইলে পস্তাইতে হবে এটাই বাস্তব রাজপথে হাবিব ভাই তৃণমূল নেতাকর্মীর একমাত্র আশ্রয়স্থল যার কোন বিকল্প নাই ।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.