ঢাকার রাস্তায় বাসের কঙ্কাল
- আপডেট সময় : ০৩:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
ঢাকার রাস্তায় বাসের কঙ্কাল
আবু জাফর, স্টাফ রিপোর্টার ঢাকা
এবিসি ন্যাশনাল নিউজ
ঢাকার চিড়িয়াখানা সড়ক থেকে কুড়িল হয়ে মালিবাগ রুটে চলাচল করে নূর এ মক্কা পরিবহন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রী তোলার সময় দেখা যায়, বাসের পেছনের বাম্পার থেকে বডির অংশ খুলে পড়ছে। ভেঙে চুরমার গ্লাস। বাসের রং কোথাও উঠে গেছে, কোথাও মরচে ধরা, অসংখ্য ফুটো, কোথাও বা পোস্টার সাঁটানো।
পেছনের অংশের মতো সামনের দিকেও লুকিং গ্লাস ভাঙা, চারটির মধ্যে একটি হেডলাইট নেই। নেই কোনো দিকনির্দেশক বাতি।
রাজধানীজুড়ে ঘুরে বেড়াচ্ছে বাসের কঙ্কাল। ভাঙাচোরা, লক্কড়ঝক্কড় বাসের দৌরাত্ম্য চলছে সড়কজুড়ে।
কোনোটির রং চটা, কোনোটির ছাল ওঠা। কোনোটির জানালার গ্লাস ভাঙা, কোনোটির আবার দরজাই নেই। কিছু বাসের আসনগুলোর অবস্থাও করুণ। অনেক বাসের ভিতরে প্রস্রাবের দুর্গন্ধ পাওয়া যায়, সিটে বাসা বেঁধেছে ছারপোকা।
দিনের পর দিন এসব ভাঙাচোরা বাস রাস্তায় নামাচ্ছেন মালিকরা। লক্কড়ঝক্কড় বাসের ছাল-চামড়া খুলে পড়ছে। এসব বাসকে ফিটনেস সনদ দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। প্রতিদিন চোখের সামনে দেখেও রাস্তায় এসব বাস চলার অনুমতি দিচ্ছে ট্রাফিক পুলিশ। ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চলাচল যেমন বিপজ্জনক তেমন নগরীর সৌন্দর্যহানিও ঘটাচ্ছে।
বিশৃঙ্খলভাবে চলাচল করায় বাধছে যানজট। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘ঢাকা শহরে এসব গাড়ি তৈরির অনেক কারখানা আছে। আমি নিজে দেখেছি। গাড়িতে রং লাগাচ্ছে। ১০ দিনও থাকে না এসব রং। ঢাকা শহরে প্রাইভেট কার কত আধুনিক। কিন্তু বাসগুলোর দিকে তাকানো যায় না। মফস্বল ও চট্টগ্রামে চলাচল করা গাড়ি (বাস) এর থেকে ভালো। ঢাকার এসব লক্কড়ঝক্কড় গাড়ি আমাদের উন্নয়ন অর্জনকে লজ্জা দেয়। ’