ডোমার নাট্য সমিতি মঞ্চে বিজয়ের ৩য় দিনে নৃত্য উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
মোসাদ্দেকুর রহমান সাজু,
স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী শতবর্ষী সাংস্কৃতিক সংগঠন নাট্য সমিতির আয়োজনে সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের ৩য় দিনে নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ১শত ৩২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ডোমার নাট্য সমিতি মঞ্চের ৩য় দিনের নৃত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু।
ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায়, বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দীনেশ চন্দ্র রায়, ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দয়াল চন্দ্র বর্মন, প্রবীণ নৃত্যশিল্পী আঞ্জুমান ইয়াসমিন তুফানী, ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী প্রমুখ।
নৃত্য উৎসবে নীলফামারী জেলা সহ বিভিন্ন জেলা ও উপজেলার নৃত্যশিল্পী,ডোমারের স্পন্দন নৃত্য একাডেমি এবং সাহিত্য সংস্কৃতি পরিষদের নৃত্য কুশীলবরা অংশগ্রহন করেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ সহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নৃত্য উৎসব শেষে সফল প্রশিক্ষক ও শিল্পীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।