ডোমারে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান কর্মসূচী পালন

- আপডেট সময় : ১২:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ২৭ অক্টোবর সকালে পৌর শহরের ০৪নং ওয়ার্ডের ডাকবাংলো মাঠে উপজেলা যুবদল এবং পৌর যুবদলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী তারা গ্রহণ করেন।
উক্ত রক্তদান কর্মসূচীতে এসময় স্বেচ্ছায় রক্তদান করেন উপজেলা এবং পৌর যুবদলের নেতা-কর্মীরা।
এসময় উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান আশিক প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন।