ডোমারের কূখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড

- আপডেট সময় : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ
নীলফামারীর ডোমার পৌর এলাকার ৪নং ওয়ার্ড কাজিপাড়ার যৌথ অভিযানের ভিত্তিতে ডোমারের কূখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪০)কে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ডোমার পৌর এলাকার ৪নং ছোট রাউতা কাজিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ সুত্রে জানাযায়, পৌরসভার ৪নং ওয়ার্ড ছোট রাউতা কাজিপাড়া এলাকায় পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে রুপাকে গ্রেফতার করেছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধে আদালতে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, যৌথ অভিযান পরিচালনা করে ডোমারের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ছয় মাসের জেল দেয়া হয়েছে।
মাদক সম্রাজ্ঞী রুপার গ্রেফতারের বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, সোমবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড ছোট রাউতা কাজিপাড়া গ্রামে যৌথ অভিযান চালানো হয়। এসময় তার নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ রুপাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুপার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২৪ টি মামলা বিচারাধীন রয়েছে।