ডুসাম’র নবীন বরণ, বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্মরণিকা “মিষ্টি পান” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মহেশখালী (ডুসাম)-এর ২০২১-২০২২, ২২-২৩ সেশনের নবীন বরণ, ২০১৬-১৭ সেশনের বিদায় সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মরণিকা “মিষ্টি পান” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ফারুক আব্দুল্লাহ মাল্টিপারপাস কনফারেন্স হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ডুসাম’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেছেন ডুসাম’র সভাপতি হাসান শরীফ। এসময় প্রধান অতিথি হিসেবে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এরফান উল্লাহ উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্যরা হলেন- বাংলাদেশ ইসলামি ব্যাংকের সিনিয়র এসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনিস্টিউট‘র প্রভাষক মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন ও এডভোকেট সাদ্দাম হোসেন, ঢাকাস্থ মহেশখালী সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অডিট কর্মকর্তা কামাল রুহানী ও ডুসামের সাবেক সাধরণ সম্পাদক ফয়সাল আজিজ। প্রধান অতিথির বক্তব্যে আশেক উল্লাহ রফিক তার বাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্মৃতিচারণ করেছেন। আজীবন সদস্য হিসেবে এস.এম রফিক উল্লাহ কে সম্মাননা প্রদান করায় ডুসামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এসময় তিনি ডুসাম সংগঠনের অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি ফান্ড গঠন, ডুসামের সামাজিক উন্নয়নে সকল কর্মসূচিতে সাহায্য-সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
বক্তারা বলেন- স্মরণিকা “মিষ্টি পান” প্রকাশে ডুসাম কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। মিষ্টি পানে মহেশখালীর চিন্তাবিদ ও শিক্ষাবিদদের বিভিন্ন বিষয়ে লেখা তুলে ধরা হয়েছে। ডুসামের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সৃজনশীল লেখনীর স্মরণিকাটি সম্মৃদ্ধ লাভ করেছে। এমন সৃজনশীল উদ্যোগের জন্য ডুসামকে স্বাগত জানান এবং সামনে এমন সৃজনশীল কাজ করার জন্য অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে ডুসামের সদস্যরা কবিতা আবৃত্তি, গান, মাইম ও ডকুমেন্টারিসহ বিভিন্ন সৃজনশীল ইভেন্টে অংশগ্রহণ করেছে। ২১-২২ সেশন থেকে সাতজন, ২২-২৩ সেশনের ছয় জন শিক্ষার্থীকে নবীন বরণ, ১৬-১৭ সেশনের ছয়জন শিক্ষার্থীকে বিদায়ী সম্মাননা এবং পাঁচজন শিক্ষার্থীকে কৃতিত্বের স্বাক্ষর রাখায় কৃতি সংবর্ধনা ও ক্রেস্ট প্রধান করা হয়।